Go to Home
An Eco4ndly Audio Web Series
মনুষ্য সৃষ্টির আদিকাল থেকেই মানুষের মধ্যে জন্ম নিয়েছে ছয়টি বিশেষ প্রবৃত্তি, যাদের কে আমরা বলি ষড়রিপু। এই ষড় রিপুর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক হল তৃতীয় টি অর্থাৎ লোভ। চাণক্য বলেছেন, "প্রয়োজনের অতিরিক্ত যা কিছু তাই বিষ।" এই লোভের ক্ষেত্রেও তার কোনো ব্যাতিক্রম নেই। মানব সভ্যতার আদিকাল থেকে যে লোভের বশবর্তী হয়ে মানুষ নিজ মনের অন্ধকারতম কোনে লুকিয়ে থাকা আদিম জান্তব হিংস্রতাকে বারংবার জাহির করেছে তা হল ক্ষমতার লোভ।ক্ষমতা লাভের মহাযজ্ঞে বলি হওয়া অগণিত মানুষের রক্তে লেপ্টে থাকা ক্ষত বিক্ষত ইতিহাসের পাতা সেই পাশবিকতারই সাক্ষ্য বহন করে চলেছে। মানুষ বাহুবলে কেবল যুদ্ধ বিগ্রহের দ্বারা বস্তুগত ক্ষমতা লাভ করেই ক্ষান্ত হয়নি, হাত বাড়িয়েছে আধ্যাত্মিক ক্ষমতার দিকে এবং এই উদ্দেশ্যে সফল হওয়ার জন্য যখন সাহায্য নিয়েছে অপশক্তির, সঙ্গে সঙ্গে খুলে গিয়েছে অন্ধকার জগতের দ্বার, জন্ম হয়েছে অপতন্ত্রের।আমাদের গল্পে দোর্দণ্ডপ্রতাপ মাধব নারায়ণের জমিদারিতে গোপনে গড়ে ওঠে অপতন্ত্রের জঘন্যতম বিদ্যা ডাকিনীচক্র। ডাকিনীরা যখন তাদের শিকার হিসাবে বেছে নেয় স্বয়ং জমিদারের একমাত্র পুত্র কে, তখন দুঃখে, রাগে জমিদার মরিয়া হয়ে পড়েন ডাকিনীদের দমন করতে। বহু প্রচেষ্টার পর ডাকিনীদের দমন করতে সক্ষম হলেও, পুত্রশোকাতর জমিদার মাধব নারায়ণ করে বসেন এক অক্ষম্য ভুল। যার কারণে সমগ্র জমিদারিতে বর্ষিত হয় এক ভয়াবহ অভিশাপ। বহু যাগ যজ্ঞের দ্বারা সাময়িকভাবে অভিশাপের প্রভাব কাটানো সম্ভব হয়।এই ঘটনার ১৫০ বছর পর গ্রামে হঠাৎ করে ঘটতে শুরু করে একের পর এক রহস্য জনক মৃত্যু, এই অস্বাভাবিক মৃত্যুমিছিল কোন ভয়ঙ্করের পূর্বাভাস? তবে কি পুনর্জন্ম নিলো সেই রক্তলোলুপ প্রাচীন অভিশাপ? তার করাল দৃষ্টিতে ফুটে ওঠা নৃশংসতা, পাশবিকতা কিসের বলি চায়? আবারও কি তবে ফিরে আসতে চলেছে সেই সেই অভিশাপের কালো মেঘ যার অনল বর্ষণ সূচনা হবে ধ্বংসের। অভিশাপের এই করাল দৃষ্টি থেকে কে রক্ষা করবে দিশেহারা ভীত গ্রামবাসীদের? কে উপসংহার রচনা করবে এই নবরচিত ডাকিনী চক্রের? জানতে হল শুনুন Eco4ndly Production নিবেদন বিক্রমজিৎ মিশ্রের ডাকিনি চক্র।

ডাকিনী চক্র : প্রথম পর্ব

বন্ধুকে বিপদে সাহায্য করতে তার ডাকে সাড়া দিয়ে ভুবন রওনা দেয় সালুইডিহি গ্রামের উদ্যেস্যে। পথে সম্মুখীন হয় আরেক বিপদের।

Watch Online

ডাকিনী চক্র : দ্বিতীয় পর্ব

শালুইডিহি পৌঁছে ভুবন জানতে পারে দেড়শ বছরের পুরানো অভিশাপের পুনর্জাগরনের কারণ। তারপর অতর্কিতে আক্রমণ হয় ডাইনির।

WATCH ONLINE

ডাকিনী চক্র : তৃতীয় পর্ব

রহস্যের গোড়ায় পৌঁছাতে ভুবন যাত্রা করে পুরানো জমিদারবাড়ির উদ্যেস্যে। সঙ্গ দেয় ফটিক।

watch online

ডাকিনী চক্র : চতুর্থ পর্ব

ভুবন জানতে পারে অভিশাপের পুনর্জাগরনের আসল কারণ। কিন্তু সমাধানের উপায় পায়না।
wATCH ONLINE

ডাকিনী চক্র : পঞ্চম পর্ব

সামনা সামনি ডাইনিদের মোকাবিলা করে ভুবন। জিততে পারে কি শেষমেশ? কি এই ডাইনিদের আসল পরিচয়?
WATCH ONLINE
Eco4ndly Production
One Stop Bengali Entertainment!
Subscribe on Youtube Now!